ফরিদপুর প্রতিনিধি : তানভীর তুহিন
আজ সন্ধ্যা ৭টায় সদরপুর শিল্পকলা একাডেমির মাঠে মঞ্চস্থ হবে “সেপটোস ফোর” নিবেদিত নাটক “দূর্যোগের ঘনঘটা”। নাটকটি পরিচালনা করবেন তানভীর তুহিন ও এন. ইউ প্রিন্স।
একজন পুরুষ মানুষ নানান ভাবে ঘরের বৌয়ের দ্বারা নির্যাতনের শিকার হন। দেশের প্রতিটি পুরুষই আজ এই নির্যাতনের শিকার। এতো মানসিক ও শারীরিক নির্যাতনের পরেও একজন পুরুষ শত কষ্টের মাঝে কিভাবে হাসিমুখে দিন পার করে সে গল্প নিয়েই তৈরি হয়েছে নাটক ‘দূর্যোগের ঘনঘটা’। নাটকটিতে অভিনয় করবেন, মো. দুলাল বেপারী, মো. শাহআলম শিকদার, রেজাউল ফকির এবং সোনিয়া।
এ নাটক নিয়ে পরিচালক তানভীর তুহিন বলেন, দীর্ঘদিন মঞ্চের বাহিরে ছিলাম। এখন খুব একটা মঞ্চনাটক নিয়ে কাজ করা হয়না। তবে এবার দর্শকদের অনুরোধে বন্ধু “প্রিন্স” এর সাথে যৌথ ভাবে এই নাটকটি নিয়ে কাজ শুরু করেছি। আশা করছি ভালো কিছু উপহার দিতে পারবো। সকলকে অনুরোধ করবো যাতে পরিবারের সকলকে নিয়ে এসে নাটক উপভোগ করে।
এ বিষয়ে আরেক পরিচালক এন. ইউ প্রিন্স বলেন, এটা একটা হাসির নাটক। দর্শক এখন বিনোদন চায়৷ তারা প্রান খুলে হাসতে চায়। তাদের কথা মাথায় রেখেই এবার হাসির নাটক নিয়ে হাজির হবো সবার সামনে। তবে এবারের নাটকটি খুব ছোট। তাই দর্শকের মন হয়তো ভরবে না, তবে যতটুকু দেখবে ততোটুকুই প্রান খুলে হাসবে৷ আমি এবার এ নাটকটি নিয়ে বেশ আশাবাদী।