ঠাকুরগাঁওয়ে প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে তত্ত্বাবধায়ক কমিটির আয়োজনে প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মংগলবার (২৬ নভেম্বর) সকাল ১১ টার সময় ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের মাল্টিপারপাস হলরুমের নীচতলায় ঠাকুরগাঁও জেলা সমাজসেবা অফিসার (রেজি:) মো: মশিউর রহমানের সভাপতিত্বে সাধারন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারন সভায় আহবায়ক কমিটির শহর সমাজ সেবা অফিসার শাকিল আহমেদ, জেলা সমাজ সেবা অফিসের অ্যাডমিনিস্ট্রেটিভ কাম জুনিয়র একাউন্ট অফিসার মো: রমজান আলী, অফিস সহকারী মো: আবু তৈয়ব কায়সার আহমেদ, প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার সদস্য কর্পোরাল (অবসরপ্রাপ্ত) ওমাপদ উপস্থিত ছিলেন। এ সময় অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার প্রায় ৫০ জনের অধিক সদস্য উপস্থিত ছিলেন।

সাধারণ সভায় উপস্তিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সদস্য পদ নবায়ন বা হালনাগাদের (যারা ভোটার হবেন তাদের জন্যে) জন্যে জানুয়ারি ২০২৪ হতে অক্টোবর ২০২৪ পর্যন্ত নির্ধারিত মাসিক সদস্য ফি জমা করবেন (সকল সদস্যের ক্ষেত্রে)। অপরদিকে যারা বিভিন্ন পদবীতে নির্বাচন করবেন তাদেরকে ভর্তির তারিখ হতে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত পূর্বের নির্ধারিত মাসিক ফি পরিশোধ করতে হবে। আগামী ১২ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত অত্র সংগঠনের সদস্যগন জেলা সমাজসেবা অফিসে যার যার নির্ধারিত বকেয়া মাসিক ফি জমা দিতে পারবেন। এ ছাড়াও নির্বাচন কমিশন গঠন এবং কিভাবে ভোট হবে সে সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *