
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং রুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে রুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত বিতরণ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল (২০২৪-২৫, বিবিজি- ১ম কিস্তি) থেকে ২শত ব্যাগ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। উক্ত ব্যাগ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ খাইরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষ অফিসার মোকাদ্দেস, রুহিয়া থানা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বার, রুহিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল হক, রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুল হক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রব্বানী, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সহ-সভাপতি ফারুক হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তগন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন, প্যানেল চেয়ারম্যান, ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ।এ সময় প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদেরকে বেশি চাপ না দিতে। তাদের কোমল মনকে বেশি প্রাধান্য দিতে। তারা যা কিছু করে তাতে তাদেরকে যেন উৎসাহ দেওয়া হয়। বইয়ের বোঝা চাপিয়ে যেন তাদের শিক্ষা না দেওয়া হয়।