রসিংদীতে কাভার্ডভ্যান ভর্তি ১ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)
রোববার (১০ নভেম্বর) রাত ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার নারায়ণপুর এলাকার লালমিয়া ফিলিং স্টেশনের সামনে থেকে জব্দ করা হয়।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শামসুল আরেফিন।
এসময় কাভার্ডভ্যান চালকের সহকারীকে আটক করা হয়।
আটকরা হলেন: সিলেটের জৈয়ন্তপুর উপজেলার চিগনাগুল বাজারের ঘাটেরচটি এলাকার মো. মুছন মিয়ার ছেলে মো. সাদেক (৪৫)।
অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন (অপরাধ) জানান, গোপন তথ্যের ভিত্তিতে নরসিংদী সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান সন্দেহ হলে রায়পুরার নারায়ণপুর লাল মিয়া ফিলিং স্টেশন এলাকায় আটক করে চালকের সহকারীকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হওয়া যায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনীসহ রয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় শ্যাম্পু, সাবান,মেডিসিনসহ বিভিন্ন ধরনের এসব কসমেটিকস পাচার করা হচ্ছিল। কাভার্ডভ্যানটি জব্দ ও চালকের সহকারীকে আটক করা হয়। সরকারি শুল্ক ফাঁকি বিশেষ ক্ষমতা আইনে রায়পুরা থানায় আটকদের বিরুদ্ধে মামলা হবে বলে জানান তিনি