ফুটবলের হারানোর ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করবেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল

বিশেষ প্রতিনিধি : শিফাত মাহমুদ ফাহিম,

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে একটি বিশাল ভূমিকা পালন করেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। মহান মুক্তিযুদ্ধের বিজয়ের সাথে এই ফুটবল দলের যে একটি বিশাল ভূমিকা রয়েছে এটি এই প্রজন্মের অনেকেই জানেন না। তাই আমরা চেষ্টা করছি স্বাধীন বাংলা ফুটবল টিমকে সংগঠন হিসেবে মুক্তিযুদ্ধের খেতাব বা স্বীকৃতি প্রদান করার জন্য বলে মন্তব্য করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।বুধবার (২৫ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধে ব্যক্তিগত সফরে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।এসময় তিনি বলেন, বর্তমানে আমরা দেখতে পাই শুধু ফুটবল নয় অনেক ক্ষেত্রেই বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশ থেকে অনেক পিছিয়ে গিয়েছে। বিগত ১৬ বছর বাংলাদেশের একটি কালো অধ্যায়ের মধ্যে ছিল আর সেখান থেকেও বাংলাদেশের তরুণ প্রজন্ম দেশকে উদ্ধার করে নিয়ে এসেছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ফুটবল দলেও তরুণদের ছোঁয়া লেগেছে এবং ইনশাআল্লাহ তাদের হাত ধরে আমাদের আগামীদিনের যাত্রা অনেক উন্নতির দিকে যাবে। আমাদের দেশে বিভিন্ন বিদেশি ফুটবল লিগ দেখার জন্য বর্তমান তরুণরা উন্মুখ হয়ে থাকে ইপিএলে (ইংলিশ প্রিমিয়ার লিগ) হামজা চৌধুরী যিনি বাংলাদেশী বংশোদ্ভূত সেও বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সেখানে খেলবে তার দেখাদেখি অনেক বাংলাদেশী তরুণেরা ফুটবলের প্রতি আকৃষ্ট হবে এবং এই অর্জনের মাধ্যমে আমি মনে করি ভবিষ্যতে আমরা ফুটবলে অনেক ভালো করব। বাফুফে সভাপতি আরো বলেন, আমরা আগামীতে দেখতে চাই একজন বা দুইজন নয় প্রতিবছরই যেন জেলা ও উপজেলা পর্যায় থেকে ছেলে এবং মেয়ে উভয় দলের জন্যই ফুটবল প্লেয়ার উঠে আসে। সে লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। এবং এই বছরই আমরা যে এশিয়া কাপ কোয়ালিফাইং খেলছি সেখানে আমাদের ছেলে এবং মেয়ে উভয় টিমই কোয়ালিফাই করবে। আমাদের নারীরা সীমিত রিসোর্স নিয়ে আমাদের ফুটবলের জন্য যে অর্জন এনে দিয়েছে সেটি সত্যিই অভাবনীয়। তাদের এই সাফল্যে দেশের বাইরে আমাদের নারী ফুটবল নিয়ে আলোচনা হচ্ছে যেটি আমাদের দেশের জন্য অনেক সুনামের। সে জায়গা থেকে আমাদের কমিটমেন্ট থাকবে এবং তারাও ডিজার্ভ করে আরো ভাল রিসোর্স। আমরা নারী খেলোয়াড়দের ডিগিনিটিও এক লাখ টাকা রাখতে চাই পাশাপাশি নারী এবং পুরুষ উভয় খেলোয়াড়ই যারা দেশের জন্য অর্জন বয়ে আনবে তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করবো। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভিসহ স্থানীয় বিএনপি ওদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *