সদরপুরের কৃষ্ণপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, গুলি উদ্ধার

তানভীর তুহিন ফরিদপুর প্রতিনিধি।

ফরিদপুরের সদরপুর উপজেলার আলোচিত একটি ইউনিয়ন কৃষ্ণপুর। যেখানে বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান এবং সাবেক ইউনিয়ন চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ যেন লেগেই থাকে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বুধবার (৪ ডিসেম্বর) ওই কৃষ্ণপুর বাজার এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। ৫ আগস্টের পরে এ এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। তবে সরকার পতনের ৪ মাস পরে এটাই প্রথম।স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলেছে। বর্তমানে এ বিরোধ কিছুটা কম। হঠাৎ করে বুধবার সকাল ৯টার দিকে বাড়ইর হাট বাজারে চেয়ারম্যান তিতাসের প্রাইভেটকার চালক জিন্নাকে মারধর করে আহত করেন বিল্লাল ফকিরের সমর্থকরা। এরই জের ধরে দুপুর আড়াইটার দিকে তিতাসের সমর্থকরা কৃষ্ণপুর বাজারের কাচামাল ও গরুর হাট এলাকায় বিল্লাল ফকিরের সমর্থকদের ওপর হামলা চালায়।এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালেও বেশ কয়েকটি গুলির শব্দও শোনা গিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ৭.৯২ এমএম গুলির দুটি খোসা এবং একটি না ফোটা গুলি উদ্ধার করে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।সদরপুর থানা সূত্র জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।এ ঘটনা নিয়ে বর্তমান চেয়ারম্যান তিতাস মুঠোফোনে বলেন, আমার এবং বিল্লাল ফকিরের মধ্যে আপাতত কোন ঝামেলা নেই। আমাদের দুপক্ষের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে।এ বিষয়ে সাবেক চেয়ারম্যান বিল্লাল ফকিরের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে সেটা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *