প্রতিনিধি.তৌকির আহাম্মেদ
সাভারে বিভিন্ন বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণ করা হয়েছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার হেমায়েতপুরের চলন্তিকা হাউজিং এ অভিযান পরিচালনা করা হয়। গ্যাস সংযোগ বিছিন্ন করণের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিল্টন রায়।
এসময় ওই এলাকার প্রায় পাঁচ শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণ করা হয়। খুলে নেওয়া হয় রাইজার ও চুলা। সেই সাথে জব্দ করা হয় নিম্ন মানের কয়েক’শ পাইপ। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে আজ সেখানে অভিযান পরিচালনা করা হয়।
এসময় অবৈধ গ্যাস সংযোগের দায়ে বিভিন্ন বাড়িওয়াদের নগদ অর্থ জরিমানার পাশাপাশি আর কখনো অবৈধ গ্যাস সংযোগ নিলে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার হুশিয়ারি দেওয়া হয় তিতাসের পক্ষ থেকে।
এলাকাবাসী এসময় রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরি কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ম্যাজিষ্ট্রেটের কাছে আবেদন জানান।
এসময় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌলশী আবু সালেহ মোহাম্মদ খাদেমুদ্দিন,উপ ব্যবস্থাপনক আব্দুল মান্নান,আনিসুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।