হাসিনাকে দিল্লি থেকে মীরাটে সরিয়ে নেয়ার গুঞ্জন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে রাজধানী দিল্লি থেকে উত্তরপ্রদেশ মীরাটের সেনানিবাস বা ক্যান্টনেমন্ট এলাকার একটি গোপন ঠিকানায় সরিয়ে নেয়া হয়েছে বলে আভাস পাওয়া যাচ্ছে। দিল্লির কেন্দ্রস্থল থেকে মীরাটের দূরত্ব ৮৩ কিলোমিটারের কাছাকাছি।

মীরাট সেনানিবাস এলাকার একটি আধাসামরিক বাহিনীর (খুব সম্ভবত ‘র‌্যাফ’ বা র‌্যাপিড অ্যাকশন ফোর্স) গেস্ট হাউস বা অতিথিনিবাসে তাকে রাখা হয়েছে বলেও বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে।

দিল্লিতে শীর্ষ নিরাপত্তা সংস্থার নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছেন, ‘ভিভিআইপি অতিথি’র সার্বিক নিরাপত্তা বিবেচনায় দিল্লি থেকে তাকে আপাতত সরিয়ে নেয়া হয়েছে। অক্টোবরের প্রথম দিকেই, মোটামুটি দিন পনেরো আগেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে তিনি ইঙ্গিত দিচ্ছেন, যদিও এই ‘মুভ’ নিয়ে বিস্তারিত খুব বেশি কিছু জানা যায়নি।

উল্লেখ্য যে, শেখ হাসিনা ভারতে পৌঁছানোর পর থেকে কোথায় আছেন বা কীভাবে আছেন তা নিয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছু জানায়নি। তার সেখানে অবস্থানের পুরো বিষয়টি কঠোর গোপনীয়তার সাথে রাখা হয়েছে।

শেখ হাসিার ছোট বোন শেখ রেহানাও তার সঙ্গেই মীরাটে আছেন বলে ধারণা করা হচ্ছে, যদিও এই বিষয়টি কেউই নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *