ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ঘনিমহেশপুর জনকল্যাণ বহুমুখী কৃষি সমবায় সমিতিতে অফিস কার্যালয় (১জানুয়ারি) বুধবার ইংরেজী নববর্ষ উপলক্ষে অলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঘনিমহেশপুর জনকল্যাণ বহুমুখী কৃষি সমবায় সমিতির সংগঠনটির উপদেষ্টা আলাল হোসেন (আনছারুল)
প্রধান অতিথি তাঁর বক্তব্যের বলেন, নতুন বছর নতুন দিন, সবার জীবনটা হোক রঙিন। যেটুকু ভুল ছিল শুধরে নেব, না পাওয়ার কষ্টগুলো ভুলে যাব, সবাইকে সবাই ভালো বাসবো, এ প্রত্যয়ে শুরু হোক নতুন বছর আমাদের।
উক্ত অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন, ঘনিমহেশপুর জনকল্যাণ বহুমুখী কৃষি সমবায় সমিতির সভাপতি নিকোলাস দাস, সাধারণ সম্পাদক মাইকেল দাস প্রমুখ। পরে ঘরোয়া পরিবেশে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, ১৯৭৪ সালে সমিতিটি প্রতিষ্ঠা লাভ করে। অবশেষে সমিতিটি নিজস্ব জায়গায় অফিস কার্যালয়ে রয়েছে। সমিতিটি খ্রিস্টান সম্প্রদায়ের আওতাভূক্ত ব্যক্তি বর্গের উন্নয়নের লক্ষ্যে গঠিত হয় এই সমিতি। সমিতির সদস্য সংখ্যা ৫১ জন এবং কার্যনির্বাহী কমিটি ২১ সদস্য বিশিষ্ট।