ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ৩ টায় রুহিয়া থানা বিএনপির আয়োজনে উৎসবমুখর পরিবেশে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে থানার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা বিএনপির কার্যালয় গিয়ে শেষ হয়।

এর আগে রুহিয়া থানা বিএনপির কার্যালয় প্রাংগনে থানা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, মোঃ নুরে আলম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ পয়গাম আলী, যুগ্ন সাধারণ সম্পাদক আনছারুল হক প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান হান্নু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ মতিউর রহমান মতি, রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, থানা যুবদলের সভাপতি মোঃ আনার আলী, কৃষক দলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। মহিলা দলের সভাপতি রহিমা খাতুন, রুহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *