ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: সোমবার (৩০ ডিসেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুরে ইএসডিও’র আরএমটিপি -নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় ‘ভিলেজ মিট” (নিরাপদ মাংস প্রক্রিয়াজাতকরন প্লান্ট) এর শুভ উদ্ধোধন করা হয়। ইএসডিও”র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন ডা: ইজাহার আহমেদ খান জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ঠাকুরগাঁও। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো: খাইরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর, ঠাকুরগাঁও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: সাইদুর রহমান উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও।
এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, খামারীসহ ইএসডিও”র উদ্ধতর্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। প্রথমেই প্রকল্প সম্পর্কে স্বাগত বক্তব্য প্রদান করেন আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যাবস্থাপক ডা: বাবুল চন্দ্র বর্মন। উদ্ধোধক ও প্রধান অতিথি বক্তব্য বলেন স্মার্ট লাইভষ্টক স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ইএসডিও আরএমটিপি”র আওতায় মো: মাসুম বিল্লাহ’র এই নিরাপদ মাংস প্রক্রিয়াজাতকরনের কার্যক্রম নি:সন্দেহে ব্যতিক্রমধর্মি এবং যুগোপযোগী একটি সাহসী উদ্যোগ। এই ভিলেজ মিটের সেবার মান সুনিশ্চিতকরনের জন্য এবং এই নিরাপদ মাংস মাঠ পর্যায়ের সকল ভোক্তাদের কাছে সুষ্ঠভাবে পৌছায় দেওয়ার জন্য উদ্যোক্তার উদ্দ্যেশে বিভিন্ন দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন ঘোষনা করেন। সেই সাথে এই মিট প্রসেসিং প্লান্টের মাধ্যমে দেশব্যাপী নিরাপদ মাংস এবং মাংসজাত পণ্য নিরাপদভাবে ভোক্তাদের কাছে পৌছাবে বলে মনে করেন ইউএলও ডা: সাইদুর রহমান । এ সময় প্রান্তিক পর্যায়ে নিরাপদ প্রাণি পালনে টিকা সহজলভ্যকরনে প্রানিসম্পদ অধিদপ্তর থেকে সার্বিকভাবে সহযোগীতা প্রদান করার নিশ্চয়তা প্রদান করেন। উদ্যোক্তা মাসুম বিল্লাহ তার এই উদ্যোগ সম্পর্কে বর্ণনা করেন এবং সবার নিকট সহযোগীতা কামনা করে ইওসডিও কতৃপক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবশেষে সভাপতি তার বক্ত্যব্যে বলেন ইএসডিও বিভিন্ন প্রকল্পের ন্যায় আরএমটিপি প্রকল্পের মাধ্যমে নিরাপদে প্রাণি পালনের জন্য বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় প্রান্তিক খামারীদের গ্যাপ (গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস) অনুসরন করে খামার পরিচালনা করা, কন্টাক্ট খামারীর মাধ্যমে গরু মোটাতাজাকরন, ক্রয় বিক্রয় এবং স্বাস্থ্যসম্মত ও হালাল উপায়ে পশু জবাই, নিরাপদ মাংস এবং মাংসজাত পণ্যের বৈচিত্রময়তার ক্ষেত্রে মাসুম বিল্লাহ”র এই উদ্যোগকে সাধুবাদ জানায় এবং এই ভিলেজ মিট এর উওোরওোর সাফল্য কামনা করেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।