বিএনপি ও আ.লীগ সব সময়ই জামায়াতকে প্রতিদ্বন্দ্বী মনে করেছে

ফরিদপুর প্রতিনিধি: তানভীর তুহিন

বিএনপি এবং আওয়ামীলীগ দু’টি দলই ক্ষমতার রাজনীতিতে জামায়াতে ইসলামিকে সব সময় প্রতিদ্বন্দ্বী মনে করেছে। সেই কারনে সময়ে সময়ে তারা প্রতিশোধ গুলো নিয়েছে আর সেক্ষেত্রে শেখ হাসিনা চ্যাম্পিয়নশীপের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

শুক্রবার সকালে ফরিদপুরের সদরপুর উপজেলা হাসপাতাল মোড় বালুর মাঠে
শহীদ আব্দুল কাদের মোল্লা স্মৃতি সংসদের আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সাবেক সেক্রেটারি শহীদ আব্দুল কাদের মোল্লার জীবনী ও কর্ম বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শহীদ কাদের মোল্লার স্মৃতি সংসদের সদস্য সচিব ও কাদের মোল্লার সন্তান হাসান মওদুদ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, কাদের মোল্লার ছোট ভাই সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা মো. মাইন উদ্দিন আহমেদ, বাইশরশি শিব সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও কাদের মোল্লার স্বাক্ষী মোসলেম উদ্দিন আহমেদ, ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মওলানা বদরুদ্দীন, সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব আলী, সদরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. দেলোয়ার হুসাইনসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা শহীদ আব্দুল কাদের মোল্লার জীবনী ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন এবং দেশের জন্য ও দলের জন্য তার অবদান গুলো তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *