সদরপুর, (ফরিদপুর) প্রতিনিধিঃ তানভীর তুহিন
ফরিদপুরের সদরপুর উপজেলার ওজোপাডিকো লিঃ এর আবাসিক প্রকৌশলী আবুল কালামের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ উঠেছে। ভাঙ্গা উপজেলার নুরুল্যাগঞ্জ ইউনিয়নের মীরাকান্দা গ্রামের দীনমজুর আঃ রব মুন্সি (৮২) সদরপুর সাংবাদিক ফোরামের নিকট একটি লিখিত অভিযোগে করে বলেন, আমার ব্যবহৃত ৩টি বৈদ্যুতিক মিটারের মধ্যে ১টি মিটারে বিল বকেয়া থাকায় বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আমাকে তাৎক্ষনিক বিল পরিশোধের জন্য চাপ প্রয়োগ করে। তাৎক্ষনিক আমি বিল পরিশোধ করতে না পারায় আমার ব্যবহৃত ৩টি মিটারের মধ্যে ২টি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বিল পরিশোধিত মিটারে সংযোগ দিয়ে দিতে বললে আবাসিক প্রকৌশলী টালবাহানামুলক আচরণ করে। পরে সে আমার নিকট সংযোগ দেওয়ার জন্য ৩লক্ষ টাকা দাবি করে। আমি তাকে ২লক্ষ টাকা প্রদান করি। কিন্তু বাকি টাকা না দেওয়াতে সদরপুর বিদ্যুৎ সরবারহ ওজোপাডিকো লিঃ এর আবাসিক প্রকৌশলী আমার ও আমার ছেলেদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে বিদ্যুৎ আইনে একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানির স্বীকার করছে। উক্ত মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য উর্ধ্বতন কর্মকর্তার নিকট জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে আবাসিক প্রকৌশলীর আবুল কালামের সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান, উক্ত রব মুন্সি ও তার পরিবারের লোকজন সরকারী কাজে বাধা প্রদান করায় এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় তাদের বিরুদ্ধে আদালতে বিদ্যুৎ আইনে মামলা দায়ের করা হয়েছে।