সদরপুরে স্কাউটসের সভাপতি ও ইউএনও আল মামুনকে বিদায়ী সম্মাননা প্রদান

ফরিদপুর প্রতিনিধি : তানভীর তুহিন

ফরিদপুরের সদরপুর উপজেলা স্কাউটসের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্কাউটসের সভাপতি আল মামুনকে পদোন্নতিজনিত বিদায়ী সম্মাননা প্রদান করা হয়েছে।

রবিবার বিকেলে উপজেলা স্কাউটস কার্যালয় থেকে এক অনুষ্ঠানের মধ্যমে তাকে বিদায় জানান উপজেলা স্কাউটসের নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা স্কাউটসের সাবেক যুগ্ম- সম্পাদক ইলিয়াছ আহমেদ (এএলটি), সদরপুর উপজেলা স্কাউটস এডহক কমিটির সদস্য মো. ফরিদ আহমেদ (এএলটি), প্রাথমিক শিক্ষা অফিসার সদানন্দ পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোফাজ্জেল হোসেন, সেতু আক্তার, আবিদা সুলতানা, উপজেলা স্কাউটসের সাবেক যুগ্ম-সম্পাদক এফএম ফায়েজুর রহমান, উপজেলা স্কাউটসের সাবেক কার্যনির্বাহী সদস্য মো. মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদারসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপজেলা স্কাউটসের পক্ষ থেকে সদরপুর উপজেলা স্কাউটসের সভাপতি এবং নির্বাহী অফিসার আল মামুনকে বিদায়ী সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *