হাসপাতালে ভর্তি করা হলো শাজাহান খানকে

গ্রেফতার সাবেক নৌমন্ত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসে ডিবি পুলিশ। পরে তাকে হাসপাতালের হৃদ্‌রোগ বিভাগে ভর্তি করা হয়।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার জানান, শাজাহান খান বুকে ব্যথা ও শরীর দুর্বলের কথা বলেছেন। তার ব্লাডপ্রেসার হাই। আগে থেকে তার বুকে রিং পরানো। কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হৃদ্‌রোগ বিভাগে ভর্তি দেয়া হয়েছে।

রিমান্ড শেষে শাজাহান খানকে আজ আদালতে নেয়ার কথা ছিল।


রাজধানীর জিগাতলায় আব্দুল মোতালেব (১৪) হত্যা মামলায় গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে শাজাহান খানকে গ্রেফতার করা হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় গত ৪ আগস্ট সন্ধ্যায় ৬টার দিকে গলায় ও বুকে গুলি লেগে নিহত হন আব্দুল মোতালেব।

ওই ঘটনায় ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩২৩, ৩০৭, ৩০২, ১১৪ ও ৩৪ ধারায় এবং বিস্ফোরক দ্রব্য আইনের তিন, চার ও ছয় ধারায় ধানমন্ডি মডেল থানায় মামলা দায়ের করেন। এই মামলার ২৩ নম্বর আসামি শাজাহান খান। এজাহারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৭৬ জন এবং অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *