মো. শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:
আন্তর্জাতিক মানিবাধিকার দিবস উপলক্ষে আত্রাই উপজেলা ছাত্রদল ও মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এক মানববন্ধনের আয়োজন করে।সারাদেশে গুম হওয়া ছাত্রদলের নেতাকর্মীদের মুক্তি ও ছাত্রদলের নেতাকর্মীদের হত্যার বিচারের দাবীতে তারা মানববন্ধন কর্মসূচী পালন করেছে বলে জানা যায়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১ টায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী কলেজ গেটের সামনে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন চলাকালে কলেজ শাখা ছাত্রদলের বিপ্লবী ভারপ্রাপ্ত আহ্বায়ক মো.রিফাত হাসান,আত্রাই থানা ছাত্রদলের সদস্য সচিব শেখ সাব্বির হোসেন আদর,সিনিয়র যুগ্ন আহবায়ক সাদিক,যুগ্ন আহবায়ক পলাশ, সৌরভ,সদস্য সাখাওয়াত হোসেন। আহসানগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াস হোসেন,কালিকাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং কলেজ শাখা ছাত্র দলের অন্যতম সংগঠক সাজু মৃধা, মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক সজীব,ছাত্রদলের সংগ্রামী সদস্য মো. রাহুল হোসাইন বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ছাত্রদলের নেতাকর্মীদের গুম-খুন করে মানবাধিকার লঙ্ঘন করছে।গুম খুনের ঘটনার জন্য শেখ হাসিনার সহ তার স্বৈরাচার নেতাকর্মীদের বিচার হওয়া দরকার।তা না হলে দেশে মানবাধিকার স্থাপন কখনোই হবে না।উক্তক্ত মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রিফাত হাসান।