আশুলিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ টিটোর সমাধিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন

মো. শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি

সাভার মুক্ত দিবসে শহীদ গোলাম দস্তগীর টিটোর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আশুলিয়া প্রেসক্লাবের সাংবা‌দিকরা। শহীদ টিটোর সমা‌ধি‌তে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পালন করা হয়েছে সাভার মুক্ত দিবস।
১৯৭১ সালের এই দিনে কিশোর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর টিটোর রক্তের বিনিময়ে হানাদারমুক্ত হয় সাভার।
সোমবার (১৪ ডিসেম্বর) সকালে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ডেইরি গেট এলাকায় বীর কিশোর মুক্তিযোদ্ধার সমাধিস্থলে শ্রদ্ধা জানানো হয় ও শহীদ টিটোর আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় বক্তারা বলেন, সহযোদ্ধাদের নিষেধ উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার সময় আশু‌লিয়ার জিরা‌বো এলাকায় পাক হানাদার বাহিনীর ছোড়া গুলিতে শহীদ হয় দশম শ্রেণির ছাত্র কিশোর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর টিটো। এরপরেও যুদ্ধ চালিয়ে যান মুক্তিযোদ্ধারা। এসময় আহত হয় আ‌রেক মুক্তিযোদ্ধা। যুদ্ধে হানাদার বাহিনীর তিনজন পাক সেনা নিহত হয়। পরাজিত হয়ে পিছু হটে পাকহানাদার বাহিনী। পরে সাভারকে হানাদার মুক্ত ঘোষণা করা হয়।

গোলাম দস্তগীর টিটোর সহযোদ্ধাদের কাছ থেকে জানা যায়, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সকালে সাইকেলে করে একজন এসে আমাদের মুক্তিযোদ্ধাদের খবর দিলো যে গাজীপুর থেকে পাকহানাদার বাহিনীরা আসছে। আমাদের কমান্ডারের নির্দেশে সেদিন আমরা পাকবাহিনীকে রুখতে ও যুদ্ধ করতে রওনা হই। সেদিন আমাদের উদ্দেশ্য ছিলো পাকবাহিনীকে এ দেশ থেকে বিতাড়িত করা। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সকালে গোলাম দস্তগীর টিটোর আত্মদা‌নের মধ‌্য দি‌য়ে  সাভার হানাদার মুক্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *