ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: স্মার্ট লাইভষ্টক স্মাট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), অ্যাম্বাসি অফ ডেনমার্ক(ড্যানিডা) এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্ট (আরএমটিপি)’র নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় ইন্টারভেনশন -৫ (নিরাপদ মাংসের বাজার উন্নয়ন ও প্রিমিয়াম বাজারে অনুপ্রবেশ) এর মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে আধুনিক কসাইখানা স্থাপন, গাড়ল পালন প্রদর্শনী, ই-ব্রোকার (অনলাইন গরু ক্রয়-বিক্রয়) এর আংশিক অনুদানের চেক প্রদান করা হয়।
০২ নভেম্বর দুপুরে এই চেক প্রদান করস হয়। অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইএসডিও’র হেড অব ইনক্লুসিভ মাইক্রোফিন্যান্স মো: আইনুল হক, মো: মাজেদুল ইসলাম মামুন হেড অব মাইক্রোফিন্যান্স (অপারেশন), আর এম ট পি প্রকল্পের প্রকল্প ব্যাবস্থাপক ডা:বাবুল চন্দ্র বর্মন, এ সময় ইএসডিও- আরএমটিপি প্রকল্পের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এ সময় ইএসডিও’র আরএমটিপি’র ফোকাল পার্সন মো:আইনুল হক নিরাপদ মাংস উৎপাদন এবং বাজারজাতকরনের লক্ষ্যে উদ্যোক্তাদের উদ্দেশে ব্যাবসা পরিচালনার জন্য বিভিন্ন দিক নির্দেশনামুলক পরামর্শ প্রদান করেন।