ইনিংসের শুরুতেই ব্যাকফুটে বাংলাদেশ

দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ধসে বাংলাদেশ। শুরুতেই হোচট খেয়েছে টাইগাররা। জোড়া উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে, একইসাথে বাড়ছে চাপ। ২০২ রানের লিড ভাঙতে মাত্র ৪ রানেই নেই ২ উইকেট।

ইনিংসের তৃতীয় ওভারেই আঘাত আনেন রাবাদা। প্রথম বলেই ফেরান সাদমান ইসলামকে। ৭ বলে ১ রান করে আউট হন এই ওপেনার। প্রথম ইনিংসে অবশ্য রানের খাতাই খুলতে পারেননি সাদমান।

একই ওভারের চতুর্থ বলে রাবাদা ফেরান মুমিনুল হককে। দলের অন্যতম সেরা এই ব্যাটার ফেরেন ডাক মেরে। তাতে মাত্র ৪ রানে ২ উইকেট হারায় টাইগাররা। শুরুতেই চলে যায় ব্যাকফুটে।

এর আগে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১০৬ রানে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে কাইল ভেরেইনের শতকে ভর করে ৩০৮ রান তুলে দক্ষিণ আফ্রিকা। লিড পায় ২০২ রানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *