মরদেহের প্রতীকী ছবি
ঢাকার কেরানীগঞ্জে জমিজমা সক্রান্ত এক শালিসে যাওয়ার পর রনি (২৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় কেরানীগঞ্জের খোলামোরা জিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (১ ডিসেম্বর) এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিহত যুবক রঙমিস্ত্রির কাজ করতেন। থাকতেন জিয়ানগর এলাকায়। তিনি মুন্সীগঞ্জের মৃত আব্দুল মালেকের ছেলে।
স্বজনরা জানিয়েছেন, মরদেহ মিটফোর্ড হাসপাতালে রাখা আছে। প্রথমে পুলিশের মামলা না নিতে চাইলেও পরে মামলা নিয়েছে পুলিশ।
নিহতের বোন শারমিন সময় সংবাদকে বলেন, ‘জমিজমা সংক্রান্ত এক শালিসের কথা বলে শনিবার সন্ধ্যায় রনি তার বন্ধুদের সঙ্গে বের হন। পরে তার বন্ধুরা চলে আসলেও সে আসেনি। এরপর জানলাম, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কীভাবে, কেন হত্যা করা হয়েছে, সেই ব্যাপারে কিছুই জানি না। এ বিষয়ে আজ কেরানীগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে।’