অনেক দিন ধরেই মাঠের খেলায় ছিলেন না নেইমার। চোটের কারণে ব্রাজিলিয়ান সুপারস্টারের ফেরা নিয়েও ছিল অনিশ্চয়তা। অবশেষে ব্রাজিলিয়ান তারকার অপেক্ষা প্রহর শেষ হলো। ৩৬৯ দিন পর মাঠে ফিরলেন ব্রাজিলের এই সুপারস্টার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সৌদি প্রো লিগ ক্লাব আল হিলালের হয়ে আল আইনের বিপক্ষে খেলতে নেমেছিলেন তিনি। তার ফেরার ম্যাচে আল আইনের মাঠে ৫-৪ গোলে জিতেছে আল হিলাল।
৯ গোলের রোমাঞ্চকর এই ম্যাচে আল হিলালের হয়ে হ্যাটট্রিক করেন সালেম-আল দাসারি। আল আইনের হয়ে হ্যাটট্রিক করেন সুফিয়ান রাহিমি। নেইমারের ফিরতি ম্যাচের পুরো সময় মাঠে ছিলেন না তিনি। ম্যাচের ৭৭ মিনিটে নামেন ব্রাজিলের এই তারকা।
গোল না পেলেও বদলি হিসেবে নেমে গোলের সুযোগ তৈরি করেন নেইমার। তবে এর চেয়ে মাঠে ফেরাতেই বেশি স্বস্তির তার। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার লেখেন, ‘এই অনুভূতিটা আবারও জেগে ওঠায় ভালো লাগছে। ম্যাচের আগে স্নায়ুচাপে ভোগাটা দারুণ…আশা করি স্বাস্থ্যকর প্রত্যাবর্তন হবে।’
নেইমার ফিরে আসায় নতুন করে স্বপ্ন দেখা শুরু ব্রাজিলেরও। ২০২২ বিশ্বকাপ মোটেই ভালো যায়নি তাদের। এবার ২০২৬ বিশ্বকাপকে পাখির চোখ করতে চায় তারা। আর সেই স্বপ্নে জাদুকর থাকবে নেইমার।
নেইমার মাঠে ফেরায় বিবৃতি দিয়েছে ব্রাজিল ফুটবল সংস্থা (সিবিএফ), ‘বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা নেইমারের মাঠে ফেরায় খুশি সিবিএফ। এ জন্য তাকে অভিনন্দন জানাচ্ছি আমরা। ব্রাজিলিয়ান ফুটবল ম্যাজিকের প্রতিনিধি নেইমার। খুব জটিল চোট সারিয়ে নেইমার ফিরেছে সেই কাজে যা করতে ও সবচেয়ে বেশি ভালোবাসে ফুটবল খেলতে। বিশ্বের অগণিত ভক্ত নেইমারের ১০ নম্বর জার্সি পরতে ভালোবাসে।’