জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রহমান বলেছেন, ২০০৯ সালে বিডিআরের হেডকোয়ার্টার পিলখানায় যে ৫৭ জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল, সেই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই দেশে জুলুমের রাজত্ব শুরু হয়েছিল। যার সমাপ্তি হয়েছে ২০২৪ সালের ৫ আগস্ট, যেটাকে আমরা জুলাই এবং আগস্ট বিপ্লব বলছি। সেখানে শত শত যুবককে অন্ধ করে দেয়া হয়েছে, মেরুদণ্ডে গুলি করে অবশ করে দেয়া হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে বগুড়া শহরে আলতাফুন নেছা খেলার মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বেশি বেশি করে বলতেন আর ফেরি করতেন, তারাই এ দেশের যুবকদের জীবন্ত শহীদে পরিণত করেছেন।’
ডা. শফিকুর রহমান বলেন, যে দল ১৮ কোটি জনগণের দিকে গুলি ছুড়েছিল, সেই দল জনগণের কাছে ভোট চাওয়ার কোনো নৈতিক অধিকার নাই। তাদের নাম আর বাংলাদেশের জনগণ শুনতে চায় না।