ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় চোরাই গরুসহ গ্রেপ্তার একজন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ গত ১৫ জুলাই ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ঘনিমহেষপুর (খাল পাড়া) গ্রামের মতিউর রহমানের গোয়াল ঘর থেকে পাঁচটি গরু চুরি হয়ে যায়। চুরি যাওয়া পাঁচটি গরুর আনুমানিক মূল্য তিন লক্ষ দুই হাজার টাকা।

এরপর তারা দিশেহারা হয়ে পরে। পরদিন তাদের চুরি হয়ে যাওয়া গরুগুলো উদ্ধারের জন্য রুহিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সেই অভিযোগ হাতে পেয়েই চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে মাঠে নামে রুহিয়া থানা পুলিশ। অবশেষে রুহিয়া থানার অফিসার ইনচার্জ এ কে এম নাজমুল কাদের এর নির্দেশনায় এবং উপ পরিদর্শক সুলতান মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম শনিবার (০২ আগস্ট ) সারাদিন অভিযান চালিয়ে পঞ্চগড় জেলার আটোয়ারী, বোদা এবং ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানার বিভিন্ন এলাকা থেকে তিনটি গরু এবং একটি বাছুর উদ্ধারসহ মোঃ সুজন ইসলাম (২২) নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

গ্রেপ্তারকৃত সুজন ইসলাম ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানাধীন টেপাগাঁও (ভেড়ভেরী মাদ্রাসা সংলগ্ন) গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

এ বিষয়ে রুহিয়া থানার অফিসার ইনচার্জ এ কে এম নাজমুল কাদের বলেন, গরু চুরির বিষয়ে অভিযোগ পেয়ে থানার একটি চৌকস টিম নিয়ে অভিযান চালিয়ে একটি বাছুর ও তিনটি চোরাই গরু উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। তারপর গরু চুরির অপরাধে ধৃত আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় যার মামলা নং ০২ তারিখ ০২/০৮/২৫ ইং। ধৃত আসামি সুজন ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপরদিকে আরেকটি চুরি যাওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া গরু গুলো আইনগত প্রক্রিয়া শেষে মালিকের নিকট হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *