ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ইফাদ এবং পিকেএসএফ এর অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কতৃক পরিচালিত আরএমটিপি -নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার (২৮ অক্টোবর) ইউএসডিও প্রধান কার্যালয়ে ঠাকুরগাঁও সদরের কলেজ পারা শাখার সদস্য মো: নুর ইসলাম কে মিল্ক ট্যাংকার ভ্যান এবং আখানগর এর মিলন চন্দ্রকে তরল দুধ পরিবহনের জন্য ক্যান, বালিয়াডাঙ্গী শাখার সদস্য মো:আনিছুর রহমানকে ভার্মি কম্পোষ্ট এর নেট সেপারেটর মেশিন উপকরনের আংশিক অনুদান প্রদান করেন ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার জনাব এরফান আলী, ভিসিপিএম, আরএমটিপি, পিকেএসএফ, মো:আনিছুর রহমান এম এন্ড ই অফিস, আরএমটিপি, পিকেএসএফ। এ সময় সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন আরএমটিপি’র প্রকল্প ব্যাবস্থাপক ডা: বাবুল চন্দ্র বর্মন। পিকেএসএফ এর প্রতিনিধি জনাব এরফান আলী উদ্যোক্তাদের উদ্দেশে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও পণ্যের গুনগতমান ঠিক রেখে ব্যাবসা পরিচালনা করার জন্য দিক নির্দেশনামুলক পরামর্শ প্রদান করেন।