ঠাকুরগাঁওয়ে দুই লক্ষ টাকার অবৈধ রিং ও কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন

মজহারুল ইসলাম বাদল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: দেশীয় প্রজাতির মাছের পোনা রক্ষায় ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লিবাধ এলাকায় প্রায় ৪ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ২৩টি অবৈধ চায়না রিং জাল ও ৭৫টি কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা বলে জানিয়েছে সদর উপজেলা মৎস্য অফিস।

শনিবার (০৬ সেপ্টেম্বর ) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আক্তারুজ্জামান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আক্তারুজ্জামান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, ভুল্লি থানার এস আই ফনি ভুসন রায়সহ অনেকে।

ঠাকুরগাঁও জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আক্তারুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ভুল্লি বাধ এলাকায় অভিযান চালিয়ে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত রিং জাল ও কারেন্ট জাল জব্দ করি এবং এগুলো জাল আমরা বিধি মোতাবেক আগুন দিয়ে পুড়ে ধ্বংস করি।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত রিং জাল ও কারেন্ট জাল সব ধরনের মাছের জন্য মারাত্মক ক্ষতিকর। এজন্য এসব জাল ব্যবহার বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *