
ঠাকুরগাঁওয় জেলা বিএনপির সাধারণ সম্পাদকের
উপর হামলার প্রধান আসামী লাল চান গ্রেফতার

স্টাফ রিপোর্টার; ঠাকুরগাঁওয়েল বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনের উপর হামলাকারীর প্রধান আসামী লাল চাঁন ওরফে নবাব (৩০) কে আটক করেছে থানা পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, শনিবার ভোরে রনি হোসেন তার খালাতো বোনের বিয়ে শেষ করে মটরসাইকেল যোগে কয়েল কেনার উদ্দ্যোশ্যে পার্শ্ববর্তী রুপগঞ্জ গ্রামে যাচ্ছিলেন। এমন সময় আসামী লাল চাঁন সহ কয়েকজন ব্যক্তি উপজেলার সর্বমঙ্গলা জামে মসজিদের সামনে তার পথরোধ করে রনির কাছে মটরসাইকেল, মোবাইল ও টাকা পয়সা কেড়ে নিতে চাইলে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় রনির চিৎকার করলে মসজিদের মোয়াজ্জেমসহ আশ পাশের লোকজন এগিয়ে এলে লাল চাঁনকে ধারালো রামদাসহ আটক করলেও বাকিরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশ হেল্পলাইন ৯৯৯-এ ফোন করলে, পুলিশ ঘটনাস্থলে এসে লাল চাঁনকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করে।
এ ব্যাপারে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী বলেন, গ্রেফতারকৃত লাল চাঁন উপজেলা বিএনপির সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীনের উপর হামলাকারীদের প্রধান। সে মূলত বিএনপির কর্মী নয়, অন্য কোন রাজনৈতিক দলের মতাদর্শের মানুষ হতে পারে। সেদিন সম্মেলনে সভাপতি প্রার্থী এ্যাড. মো: সৈয়দ আলম ও সাধারণ সম্পাদক প্রার্থী ডা: টিএম মাহবুবুর রহমানের হয়ে হামলার ঘটনা ঘটায়।
গ্রেফতার কৃত আসামী লাল চানের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী উপজেলার কাশিডাঙ্গা গ্রামের আলম রব্বানী আলীর ছেলে মো: রনি হোসেন (২৪) বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করলে। থানা পুলিশ গ্রেফতার দেখিয়ে শনিবার ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরন করা হয়।