
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাটে মহেন্দ্র ট্রাক্টরের ধাক্কায় মো: আলতাফ হোসেন (৫৭) নামে এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে ২৯ জুলাই মংগলবার সকাল ১০.৩০ মিনিটে।
মৃত আলতাফ হোসেন ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামের আবু হানিফ মুন্সি মুন্সির ছেলে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মৃত আলতাফ হোসেন ঢোলারহাট বাজার হতে বাড়ী ফেরার সময় পিছন দিক হতে দ্রুতগামী একটি মহেন্দ্র ট্রাক্টর তাকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রুহিয়া থানা বিএনপির সভাপতি মো: আব্দুল জব্বার। শেষ খবর পাওয়া পর্যন্ত রুহিয়া থানার এস আই মোতালেব ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন।