দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় স্থানীয় মাছ চাষ প্রকল্পে মন্দির থেকে বৈদ্যুতিক লাইন নেয়ার বিরোধের জেরে শ্রী ধাম নামের এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টা ব্যাপী এ কর্মসূচি  পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, বোনারপাড়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজিব রায়,  নিহতের ভাই সুবাস চন্দ্র রায়, উপজেলা মানবাধিকার সংগঠক মাসুদুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিঠুন প্রসাদ প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, বোনারপাড়া হাটের সাবেক ইজারাদার মিলন মিয়া ও ইজারাদার রফিকুল ইসলামসহ বেশ কয়েকজন প্রভাবশালী জোর পূর্বক মাঝিপাড়া মন্দির থেকে মাছ চাষ প্রকল্পে বিদ্যুতের লাইন নেন।  এই বিদ্যুতের লাইন দিতে স্থানীয় মন্দিরের সদস্য ও মাছ ব্যবসায়ী শ্রী ধাম অসম্মতি জানান।
এর জের ধরে বৃহস্পতিবার (২৫ অক্টোবর)  রাতে বোনারপাড়া হাটের সাবেক ইজারাদার মিলন মিয়া তার চার থেকে পাঁচজন সহযোগীকে নিয়ে শ্রী ধামকে মারধর করে ও মাছ বিক্রির ট্রে দিয়ে বুকে আঘাত করে হত্যা করে।

আগামী ১২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে মঙ্গলবার সাঘাটা উপজেলায় হরতাল পালনের ডাক দেন তারা। 

পরে উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে আসামিদের গ্রেফতারে আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা কর্মসূচি তুলে নেন 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *