হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি ) বিকাল ৫ টায় উপজেলার গেইটের সামনে হরিপুর উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক সুমন সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়।
হরিপুর উপজেলা গেইটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলী বাজারে এসে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে বক্তারা বলেন,গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানের উপর হামলার হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্ৰেফতার করতে হবে। দ্রুত গ্রেফতার করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলা হবে।
এসময় উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক সুমন সরকার, সদস্য সচিব জামাল উদ্দিন, জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব রূপম, উপজেলা যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম শহীদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য জাহিদ হোসেনসহ স্থানীয় গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ।