বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ঠাকুরগাঁও সদর ইউএনও

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বড়দেশ্বরী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়, ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়,ঢোলারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) শিক্ষা প্রতিষ্ঠানের নানা বিষয়ে শিক্ষক, শিক্ষার্থীদের সাথে কথা বলেন। ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শ্রেণি কক্ষ পরিদর্শন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খাইরুল ইসলাম। এসময় নবম শ্রেণির শিক্ষার্থীদের ২য় ঘন্টায় গণিত বিষয়ে ক্লাস নেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি অনুপ্রেরণা, শিক্ষামূলক,ও তার নিজের লিখা গানিতিক সূত্রবলী বিষয় বক্তব্য রাখেন এবং গণিত বিষয় ক্লাস নেন।

এসময় উপস্থিত ছিলেন ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্চেল্লো দাস, বড়দেশ্বরী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল, সহকারী শিক্ষকবৃন্দ ও কর্মচারীগণ।

ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সুইটি রানী বলেন, আমাদের স্কুলে অল্প সময়ের জন্য হলেও ইউএনও স্যারকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা আনন্দিত। নিয়মিত লেখাপড়া করে বড় হওয়ার জন্য উৎসাহ দিয়েছেন তিনি।

ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্চেল্লো দাস বলেন, ইউএনও স্যার স্কুলের সার্বিক বিষয়ে পরিদর্শনে এসে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ক্লাস নিয়েছেন। স্যারকে এভাবে পেয়ে সবাই খুশি। শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হয়েছে। সেই সাথে তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খাইরুল ইসলাম বলেন, ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়, বড়দেশ্বরী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়, ঢোলারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে ভালো লেগেছে। দেশ ও দশের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই তাই তাদের নানা বিষয়ে পরামর্শ দিয়েছি। এছাড়াও বিদ্যালয়ের শ্রেণীকক্ষ সংস্কার ও শিক্ষার্থীদের প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *