মায়ের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে ছেলের ৬ মাসের কারাদণ্ড

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে মায়ের অভিযোগের ভিত্তিতে আনোয়ার হোসেন নামে মাদকাসক্ত ছেলেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্ত আসামী আনোয়ার হোসেন হরিপুর উপজেলার দেহট্র গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেন, বিভিন্ন সময় আনোয়ার হোসেন মাদকদ্রব্য সেবন করতো এবং মাদকসেবনের টাকার জন‍্য বাবা-মা এবং স্ত্রীকে প্রায় সময় গালাগালি ও মারপিট করতো এবং টাকা না দিলে বাসার জিনিসপত্র ভাঙচুর করে ফেলতো। আনোয়ার হোসেনের আচরণে পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছিল। তাই আনোয়ার হোসেনের মা নিজেই ছেলের বিরুদ্ধে বাদী হয়ে গতকাল মঙ্গলবার (১২ আগষ্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার (১৩ আগষ্ট) তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ ১৩ আগষ্ট বুধবার বিকাল ৪টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকাসক্ত ছেলে আনোয়ার হোসেনকে ৬ মাসে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পরে থানা পুলিশ স্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে দন্ডপ্রাপ্ত আনোয়ার হোসেনকে আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *