মুনমুন সেন, ভরত দেব ও তাদের দুই মেয়ে রিয়া ও রাইমা সেন। ছবি: সংগৃহীত
কলকাতার কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। ৪৬ বছরের দাম্পত্যে ইতি ঘটিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি।
জানা গেছে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে দক্ষিণ কলকাতার নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দুই অভিনেত্রী রিয়া-রাইমার বাবা।
ভারতীয় সংবাদ মাধ্যমে জানা যায়, সকাল থেকেই শারীরিক অস্বস্তিবোধ করছিলেন তিনি। হাসপাতালে নেয়ার প্রস্তুতি সম্পন্ন হলেও তাকে আর বাঁচানো যায়নি।
হাজারো মানুষের ভিড়ে মুনমুন সেন ত্রিপুরার রাজ পরিবারের ছেলে ভরত দেব বর্মাকে বিয়ে করেছিলেন। নিজে দাঁড়িয়ে থেকে মেয়ের বিয়ে দিয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন।
ভরতের মা ইলা দেবী ছিলেন কোচবিহারের রাজকুমারী, যার ছোট বোন গায়ত্রী দেবী জয়পুরের মহারানি। ১৯৪১ সালের ২৮শে সেপ্টেম্বর জন্ম হয় ইলা দেবী ও ত্রিপুরার মহারাজা রমেন্দ্রকিশোর দেব বর্মার ছেলে ভরতের। ১৯৭৮ সালের ২৪শে ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন মুনমুন সেন ও ভরত দেব।
দু-মাস আগেই বাবার জন্মদিনে আদুরে পোস্ট শেয়ার করেছিলেন কন্যা রাইমা। বাবা তার চোখে ‘রকস্টার’ এবং ‘সেরা বাবা’ জানান অভিনেত্রী।