মুরাদের হ্যাটট্রিকে অ্যান্টিগায় বাংলাদেশের দাপট

হাসান মুরাদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য দারুণ এক খবর—বল হাতে অ্যান্টিগার মাটিতে দারুণ ছন্দে টাইগার বোলাররা। যদিও চার দিনের প্রস্তুতি ম্যাচ বৃষ্টির কারণে দুই দিনেই শেষ হয়ে যায়, তবে যে দুই দিন খেলা হয়েছে সেটিতে বাংলাদেশের পারফরম্যান্স ছিল নজরকাড়া। বিশেষত, হাসান মুরাদের হ্যাটট্রিক এবং পেসারদের অসাধারণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট ইলেভেনকে একদম কোণঠাসা করে ফেলেছিল বাংলাদেশ।

প্রথম দিনেই ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন এবং লিটন দাস। তাদের অনবদ্য ব্যাটিংয়ে বাংলাদেশ তুলেছিল ২৫৩ রানের সম্মানজনক স্কোর।

বৃষ্টির বাধা ও দ্বিতীয় দিনের শুরু

দ্বিতীয় দিনের সকাল বৃষ্টিতে ভেস্তে গেলেও দুপুরের পর শুরু হওয়া খেলায় টাইগার বোলাররা তাদের দাপট দেখান। ম্যাচের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৪৫ রান তুলতেই হারায় পাঁচ উইকেট।

তাসকিন আহমেদ প্রথম সাফল্য এনে দেন জশুয়া ড্রনকে মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানিয়ে। এরপর হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও তাসকিনের বোলিং তোপে দ্রুত উইকেট হারাতে থাকে উইন্ডিজ।

মুরাদের হ্যাটট্রিকের ঝলক

ম্যাচের ২৮তম ওভারে আসে দিনের সেরা মুহূর্ত। হাসান মুরাদ পরপর তিন বলে ড্যানিয়েল বেকফোর্ড, নাভিন বিদাইসি এবং চাইম হোল্ডারকে আউট করে হ্যাটট্রিক পূরণ করেন। বেকফোর্ড ও হোল্ডারকে এলবিডব্লু এবং বিদাইসিকে বোল্ড করেন এই তরুণ স্পিনার।

পেসারদের পারফরম্যান্স

হাসান মুরাদ ছাড়াও পেসাররা বল হাতে ছিলেন দুর্দান্ত। হাসান মাহমুদ ১৫ রান দিয়ে নেন দুই উইকেট, তাসকিন ২১ রানে নেন দুই উইকেট, এবং শরিফুল ইসলাম মাত্র ১২ রানে একটি উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২৫৩ (জাকের ৪৮, মাহিদুল ৪১, লিটন ৩১)।

ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট ইলেভেন: ৮৭/৯ (হাসান মুরাদ ৩/১, হাসান মাহমুদ ২/১৫, তাসকিন ২/২১, শরীফুল ১/১২)।

ফলাফল:

বৃষ্টির কারণে ম্যাচটি ড্র হলেও দুই দিনের লড়াইয়ে বাংলাদেশের দাপট স্পষ্ট। হাসান মুরাদের হ্যাটট্রিক এবং পেসারদের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে টাইগারদের প্রস্তুতি যে দারুণভাবেই চলছে, তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *