অভিনেতা আরশ খান ও অভিনেত্রী তাসনুভা তিশা। ছবি: সংগৃহীত
নাটক ইন্ডাস্ট্রিতে সময়ের আলোচিত নাম আরশ খান ও তাসনুভা তিশা। একের পর এক নাটকে জুটি বেঁধে অভিনয় করছেন এ দুই শিল্পী। এবার ভিন্নধর্মী এক রোমান্স ও ট্র্যাজেডির গল্পে দেখা গেল আরশ-তিশাকে। নাটকের নাম ‘প্রেমিক যুগল’। গত সোমবার রাতে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে। বাপ্পি খান পরিচালিত নাটকের গল্পটি প্রশংসা কুড়াচ্ছে।
নাটকের গল্পে দেখা যায়, এক ফুল বিক্রেতা তরুণের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এক প্রেমের কাহিনি। গল্পের নায়ক ফুল বিক্রির পাশাপাশি পড়াশোনা করেন। তার দোকানের নামও বেশ ব্যতিক্রম, ‘এখানে ভালোবাসা বিক্রি হয়’। একদিন সেই দোকানে ফুল কিনতে আসেন নায়িকা। এখান থেকেই তাদের পরিচয়, যা ধীরে ধীরে পরিণত হয় গভীর প্রেমে।
নাটক ইন্ডাস্ট্রিতে সময়ের আলোচিত নাম আরশ খান ও তাসনুভা তিশা। একের পর এক নাটকে জুটি বেঁধে অভিনয় করছেন এ দুই শিল্পী। এবার ভিন্নধর্মী এক রোমান্স ও ট্র্যাজেডির গল্পে দেখা গেল আরশ-তিশাকে। নাটকের নাম ‘প্রেমিক যুগল’। গত সোমবার রাতে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে। বাপ্পি খান পরিচালিত নাটকের গল্পটি প্রশংসা কুড়াচ্ছে।
নাটকের গল্পে দেখা যায়, এক ফুল বিক্রেতা তরুণের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এক প্রেমের কাহিনি। গল্পের নায়ক ফুল বিক্রির পাশাপাশি পড়াশোনা করেন। তার দোকানের নামও বেশ ব্যতিক্রম, ‘এখানে ভালোবাসা বিক্রি হয়’। একদিন সেই দোকানে ফুল কিনতে আসেন নায়িকা। এখান থেকেই তাদের পরিচয়, যা ধীরে ধীরে পরিণত হয় গভীর প্রেমে।
নাটকের পরিচালক এবং দুই অভিনয়শিল্পীর মতে, প্রেমিক যুগল দর্শকদের ভালোবাসা, আবেগ এবং জীবনের ছোট ছোট সুখ-দুঃখের গল্প নিয়ে ভাবাবে। আরশ ও তিশা ছাড়া আরও অভিনয় করেছেন শাকিলা জামান সাদিয়া, দেলোয়ার উদ্দীন, জয় সরকার, রক সোহেলসহ অনেকে।
আরশ ও তিশা জুটির অভিনীত ‘মেঘ বলেছে বৃষ্টি হবে’, ‘অবুঝ মন’, ‘তুমি ফুল নাকি ভুল’, ‘শীতল মেঘের প্রেম’, ‘বাবা তুমি পচা’, ‘অল্প অল্প প্রেম’, ‘হৃদয় জুড়ে’, ‘ফাদার ইজ গডফাদার’, ‘সরলতার প্রতিমা’, ‘ছেলেরা সহজে কাঁদে না’ নাটকগুলো উল্লেখযোগ্য।