ফরিদপুর প্রতিনিধি:তানভীর তুহিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোর মাঠে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, যুগ্ম-সাধারণ সম্পাদক জাওয়াদ মোল্যা, সদরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক রুমন মাতুব্বর, উপজেলা ছাত্রদল নেতা নজরুল কবির নিরবসহ অন্যান্য নেতৃবৃন্দ।