সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক মেহেদি ৩ দিনের রিমান্ডে

সিএমএম আদালতে অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদি। 

উত্তরা পশ্চিম থানায় দায়ের করা বাসচালক আলমগীর হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে ‘রাষ্ট্রদ্রোহী’ মামলা করে আলোচনায় আসা অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদির ৩ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৩ নভেম্বর) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামির উপস্থিতিতে শুনানি শেষে এ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত এ আদেশ দেন। এর আগে গত ১১ নভেম্বর আদালতে আসামিকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম। কিন্তু আদালতে মূল নথি না থাকায় সেদিন শুনানি অনুষ্ঠিত হয়নি।

গত ১০ নভেম্বর রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল।

মামলার এজহার থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেনকে (৩৪) মাথায় গুলি করে হত্যা করা হয়। গ্রেপ্তারের পর আসামি মেহেদীর কাছ থেকে এ মামলার অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। তিনি ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে আওয়ামী লীগের নেতাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন।

ড. মমতাজ উদ্দিন মেহেদি বাংলাদেশ সুপ্রিমকোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নিজে বাদী হয়ে ‘রাষ্ট্রদ্রোহী’ মামলা করে আলোচনায় এসেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *