সৌদিতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

অবৈধভাবে বসবাস, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২০ হাজারে বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার (১০ নভেম্বর) আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গেল ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে বসবাসের জন্য ১১ হাজার ৫২৩ জনকে, সীমান্ত সুরক্ষা লঙ্ঘনের জন্য ৫ হাজার ৭১১ জনকে এবং ৩ হাজার ৫৪৪ জনকে শ্রমবিধি লঙ্ঘনের জন্য গ্রেফতার করা হয়েছে।

কর্তকর্তারা জানিয়েছেন, সৌদিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে এক হাজার ৫৬৯ জন গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে ২৪ শতাংশ ইয়েমেনের নাগরিক, ৭৩ শতাংশ ইথিওপিয়ান। বাকিরা অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টাকালে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিবহন, আশ্রয় এবং লঙ্ঘনকারীদের নিয়োগে জড়িত থাকার জন্য ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বর্তমানে ২০ হাজার ৩৬৩ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ১৭ হাজার ৯১৫ জন পুরুষ এবং দুই হাজার ৪৪৮ জন নারী রয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, ১২ হাজার ১৩৮ বন্দীকে নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং তিন হাজার ১২৮ জনের প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত ৯ হাজার ২৫৪ জনকে নির্বাসন দেয়া হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্কবার্তায় বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় বা অন্যান্য সহায়তা করলে তাদের ১৫ বছরের কারাদণ্ড এবং এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা অথবা দুই-ই হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *