হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের হরিপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে কান্দন সরেন নামে ১জন আদিবাসী নিহত হয়েছে ও উভয় পক্ষের ২০ জনের অধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে।
নিহত কান্দন সরেন হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর গ্রামের মৃত রেন্টু সরেন এর ছেলে।
আহতরা হলো একই উপজেলার হরিপুর সদর ইউনিয়নের কারিগাও গ্রামের আব্দুর রহিমের ছেলে পবিরুল ইসলাম (৪০), ইব্রাহিমের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), হাবির উদ্দিনের ছেলে নুর ইসলাম (৬৩), সলিম উদ্দিনের ছেলে জাহেদুল ইসলাম (৩০), আলী আকবরের ছেলে আফিল উদ্দিন (৫০), মৃত আ: জব্বারের ছেলে আলতাফ হোসেন, মৃত লাল মোহাম্মদের ছেলে হবিবুর রহমান (৪৫), হরিপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৩০), ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর গ্রামের মৃত রেন্টু সরেনের স্ত্রী সুশিলা রানী (৭০), দামোল গ্রামের মৃত ধনি হাসদার ছেলে শনিরাম (৪৫) ও লক্ষীরাম হাসদার স্ত্রী মরিয়ম সরেন (রানী) (৪০)। এছাড়া আরো বেশ কয়েকজন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চিকিৎসা সেবা নিচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছে।
পবিরুল ইসলাম (৪০), জাহাঙ্গীর আলম (৩৫), নুর ইসলাম (৬৩), জাহেদুল ইসলাম (৩০) ও আফিল উদ্দিন (৫০) এর অবস্থা আশঙ্কাজনক হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বাকি ৮ জন হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কারিগাও মৌজার ১৪ একর জমি নিয়ে উপজেলার হরিপুর সদর ইউনিয়নের কারিগাও গ্রামের আব্দুর রহিমের ছেলে পবিরুল ইসলাম (৪০), ইব্রাহিমের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), হাবির উদ্দিনের ছেলে নুর ইসলাম (৬৩) গং একই উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর গ্রামের মৃত রেন্টু সরেনের ছেলে নিহত কান্দন সরেন, দামোল গ্রামের মৃত ধনী হাসদার ছেলে শনিরাম (৪৫) ও লক্ষীরাম হাসদার গংয়ের বিরোধ চলে আসছে।
বুধবার সকালে শিহিপুর গ্রামের মৃত রেন্টু সরেনের ছেলে নিহত কান্দন সরেন, দামোল গ্রামের মৃত ধনী হাসদার ছেলে শনিরাম (৪৫) ও লক্ষীরাম হাসদা গংগেরা তীর-ধনুক ও লাঠিসোডা সঙ্গে নিয়ে জমিতে গেলে দখলে থাকা জমির লোকজন বাধা প্রদান করতে গেলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আদিবাসীদের তীরের আঘাতে কয়েকজনসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জনের অধিক গুরুতর আহত হয় এবং কান্দন সরেন নামে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (দায়িত্বপ্রাপ্ত) শরিফুল হক বলেন নিহত ও আহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলে কান্দন সরেনের লাশ হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করা হয়েছে ও মামলার প্রস্তুতি চলছে এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।