জেলা প্রানিসম্পদ কর্মকর্তা কতৃক ইএসডিও আরএমটিপি প্রকল্পের মাঠ পরিদর্শন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

মংগলবার (১২ নভেম্বর) ইফাদ এবং পিকেএসএফ এর অর্থায়নে ইএসডিও’র আরএমটিপি (নিরাপদ মাংস ও দুগ্ধজাত পন‍্যের বাজার উন্নয়ন) প্রকল্পের ঠাকুরগাঁও জেলার মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা: ইজাহার আহমেদ খান ডিএলও ঠাকুরগাঁও, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা: সাইদুর রহমান ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও। ইএসডিও আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব‍্যাবস্থাপক ডা: বাবুল চন্দ্র বর্মন এবং প্রধান কার্যালয়ের মোছা: সাম সুৎ তাবরীজ, প্রোগাম ম‍্যানেজার (কৃষি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ইউনিট)। মাঠ পরিদর্শনের সময় ইএসডিও’র আরএমটিপি প্রকল্পের বিভিন্ন মাঠ পর্যায়ের কার্যক্রম (খামারী প্রশিক্ষন, চীজ ফ‍্যাক্টরী, পাস্তুরাইজেশন প্লান্ট, মিট প্রসেসিং প্লান্ট ইত‍্যাদি) ডিএলও সরাসরি প্রদর্শন করেন এবং আরএমটিপি প্রকল্পের কার্যক্রম যেমন আধুনিক ও স্বাস্থ‍্যসম্মত উপায়ে চীজ উৎপাদন এবং বাজার সংযোগ স্থাপন বিশেষ করে দেশের গন্ডি পেরিয়ে বিদেশে রপ্তানী, দুধের পাস্তূরাইজেশন প্লান্ট ও দুধের বৈচিত্র্যময় পন‍্য (স্লাঈস চীজ, পাস্তূরাইজেশন দুধ তৈরির কার্যক্রম দেখে অভিভূত এবং ভূয়সী প্রশংসা করেন। এ ধরনের কার্যক্রম যেন অব‍্যাহত থাকে এবং জেলা প্রানিসম্পদ দপ্তর থেকে ইএসডিওকে যাবতীয় সহযোগিতা করার প্রত‍্যয় ব‍্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *