ইউপি সদস্য আমিনুল ইসলাম রানা। ছবি : সংগৃহীত
বরিশালে বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমিনুল ইসলাম রানার (৩৮) মদপানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। গত কয়েকদিন ধরে মদপানের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা-সমালোচনা।
আমিনুল ইসলাম রানা উপজেলার ২নং চরাদি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও চরাদি গ্রামের নুরুল ইসলামের পুত্র।
আমিনুল ইসলাম রানার মদপানের ২২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় কোনো একটি কক্ষে বসে বিদেশি একটি মদের বোতল হাতে নিয়ে আমিনুল ইসলাম রানা মদপান করছেন।
এ বিষয়ে আমিনুল ইসলাম রানা বলেন, আমার কয়েকজন ইউপি সদস্য মিলে কক্সবাজার গিয়েছিলাম। সেখানে বসে একটি ভিডিও করে টিকটকে ছেড়েছি আমার আইডিতে। পরে আমার সহকর্মী কয়েকজন ইউপি সদস্য ভিডিওটি দেখে ডিলেট করে দিতে বলে, আমি ডিলেট করে দেই।
এ ব্যাপারে কথা বলার জন্য চরাদি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন হাওলাদার কাছে জানতে চাইলে কালবেলাকে তিনি বলেন, এ বিষয় আমার জানা নেই।