ইএসডিও’র ইকো -প্রানিসেবার আওতায় ইউনিয়ন ভেটেরিনারি টেলিমেডিসিন বিষয়ক কর্মশালা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

১৬ নভেম্বর ২০২৪ ইএসডিও’র ইকো প্রানিসেবার আওতায় আকচা লোকায়ন জীবন বৈচিত্র যাদুঘর পার্কে এলএসপিদের সাথে ইউনিয়ন ভেটেরিনারি টেলিমেডিসিন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা রনজিৎ চন্দ্র সিংহ, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা পীরগঞ্জ ঠাকুরগাঁও, বিশেষ অতিথি হিসেবে ডা:সাইদুর রহমান উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও। কর্মশালায় সভাপতিত্ব করেন ইএসডিও আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব‍্যাবস্থাপক ডা: বাবুল চন্দ্র বর্মন। এছাড়াও মাঠ পর্যায়ের প্রাইভেট প্র‍্যাকটিশনার (ডিভিএম), এলএসপি এবং ইএসডিও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ‘র বক্তব‍্য বলেন স্মার্ট লাইভষ্টক বিনির্মানে ইএসডিও’র এই ইকো প্রানি সেবার কার্যক্রম নি:সন্দেহে ব‍্যতিক্রমধর্মি একটি উদ‍্যোগ। এই ইকো-প্রানিসেবা কার্ডের সেবার মান সুনিশ্চিতকরনের জন‍্য এবং এই প্রানিসেবা মাঠ পর্যায়ের সকল খামারীর কাছে সুষ্ঠভাবে পৌছায় দেওয়ার জন‍্য এলএসপিদের উদ্দ‍্যেশে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন সেই সাথে ইকো প্রানিসেবার মাধ‍্যমে দেশব‍্যাপী নিরাপদ মাংস এবং নিরাপদ দুধ উৎপাদনে বিশাল ভুমিকা রাখছে বলে মনে করেন ইউএলও ডা: সাইদুর রহমান । এ সময় প্রান্তিক পর্যায়ে টিকা সহজলভ‍্যকরনে উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তর থেকে সার্বিকভাবে সহযোগীতা প্রদান করার নিশ্চয়তা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *