ধামরাই বিকাশ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১০ লাখ টাকা ছিনতাই

মো.শিফাত মাহমুদ ফাহিম, জেলা (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে এক বিকাশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে আহত করে ১০লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত শুক্রবার (২২ নভেম্বর) ধামরাই উপজেলার  সাইদপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।আহত ওই ব্যবসায়ীর নাম হুকুম আলী ওরফে ইসরাফিল আলম (৩৮) তিনি ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের দক্ষিণ দীঘলগ্রামের বাসিন্দা।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ২২ নভেম্বর রাতে ভুক্তভোগী হুকুম আলী তার আমতলা বাজারস্থ বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সাইদপাড়া এলাকায় পৌছালে আগে থেকে উৎ পেতে থাকা একটি প্রাইভেটকার থেকে অজ্ঞাত ৪ব্যক্তি নেমে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভুক্তভোগী হুকুম আলী ও সাথে থাকা তার চাচা বিল্লালে মারধর করতে থাকে একপর্যায়ে ভুক্তভোগী হুকুম আলীর পেটে ছুরিকাঘাত করে তার সাথে থাকা নগদ ৫লাখ টাকা ও মোবাইল ব্যাংকিং এর ৫লাখ ২হাজার টাকাসহ ৮টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *