ম্যাচে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
শারমিন আক্তার সুপ্তার প্রথম সেঞ্চুরি হয়েও আর হলো না। ৯৬ রান করে মিড অফে ক্যাচ তুলে দেন তিনি। হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো লম্বা সময় পর ওয়ানডে দলে ফেরা সুপ্তার। তবে রেকর্ড ঠিক হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের। নিজেদের ওয়ানডে সংস্করণের সর্বোচ্চ ইনিংসের দেখা পেলেন তারা।
আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ২৫২ রান তোলে বাংলাদেশ। একাই ৯৬ রান করেন সুপ্তা। বাংলাদেশের আগের ইনিংস সর্বোচ্চ ছিল ২৫০, সেটাও গত বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে।
ম্যাচের শুরু থেকেই সতর্কভাবে এগোচ্ছিল বাংলাদেশের ওপেনিং জুটি। ৫৯ রানের জুটি ভেঙে সাজঘরে ফেরেন ওপেনার মুর্শিদা খাতুন। ৩৮ রান করেন তিনি। তিনে নামা সুপ্তা দারুণ ছন্দে ছিলেন। একপাশে দ্রুত রানের চাকা এগিয়ে নেন তিনি। তাকে ভালো সঙ্গ দেন আরেক ওপেনার ফারজানা হক পিংকি। ৬১ রান করা পিংকি ফিরলেও রানের চাকা এগিয়ে নেন সুপ্তা।
অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে জুটিতে সেঞ্চুরির খুব কাছে চলে যান তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি হতে গিয়েও হয়নি তার। ৯৬ রানে থামতে হলো। তখনো ইনিংসের ৭ বল বাকি! অবশ্য সুপ্তার একটি সেঞ্চুরি আছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, তবে সেটা আবার লিস্ট ‘এ’। কেননা, যুক্তরাষ্ট্রের ওয়ানডে স্ট্যাটাস নেই।