রাণীশংকৈলে জামায়াতের পৌর সেক্রেটারীর পিতার দাফন কাজ সম্পন্ন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর জামায়াতের সেক্রেটারী ও উপজেলা জামায়েতের যুব বিভাগের সভাপতি মোকারম হোসেনের পিতা প্রবীন ব্যক্তিত্ব আলহাজ্ব মাখলুকার রহমান মাখলুক (১০৩) গতকাল ২৬ ডিসেম্বর দিবাগত রাত ১২:৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) শুক্রবার ২৭ ডিসেম্বর দুপুর আড়াই টায়  মরহুমের প্রতিষ্ঠিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীয় হাইস্কুল মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান মরহুমের কনিষ্ঠ ছেলে মোকারম হোসেন।এসময় উপজেলার বিভিন্ন সামাজিক রাজনৈতিক- সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং আলেম, ওলামা, শিক্ষক ও গণমাধ্যম কর্মীসহ কয়েক হাজারো মুসল্লী জানাযা নামাজে অংশ গ্রহণ করেন। 

মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ৭ ছেলে, ২ মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি একজন ধার্মিক, সফল পিতা এবং সমাজসেবক হিসাবে তার ব্যাপক শুনাম ছিল। এলাকার সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টা সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেন তিনি।এছাড়াও অনেক ধর্মীয় প্রতিষ্ঠানে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন কাজ সম্পন্ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *