কে মুসলিম কে খ্রীষ্টান সেগুলো পরের বিষয় আমরা  বাঙালী, আমরা বাংলাদেশি এটা হলো আসল পরিচয় ,,,,,,,,,ইউএনও রকিবুল হাসান

নাজমুল হোসেন, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশের আয়োজনে (২৮ ডিসেম্বর) শনিবার বণার্ঢ্য র‍্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরের মুল ফটকে সম্প্রতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন,  ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ হিসেবে আত্বপ্রকাশ  করে বাংলাদেশ । স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি বাংলাদেশ সবসময় একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচালিত হয়ে আসছে। মাঝে মধ্যে কিছু দুর্ঘটনা ঘটে যা অনাকাঙ্ক্ষিত। যারা সংখ্যায় কম তাদের আমরা সংখ্যালঘু বলবো না সেই ভাইদের প্রতি। কোন কোন সময় তারা দুর্ঘটনার শিকার হচ্ছে। সব কিছু মিলে আমরা চাই আমাদের রাণীশংকৈল তথা সারা বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক দেশ। যেখানে থাকবে না কোন ভেদাভেদ। কে মুসলিম কে খ্রীষ্টান সেগুলো পরের বিষয় আমরা যে, বাঙালী, আমরা বাংলাদেশি এটা হলো আসল পরিচয়।  বাংলাদেশে আমাদের জন্ম  আমরা এ বাংলাদেশের নাগরিক আমরা এ বাংলাদেশে শান্তিপূর্ণ ভাবে বসবাস কাছে চাই।অনুষ্ঠানে থানা অফিসার ইনচার্জ আরশেদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান,উপজেলা বিএনপি সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, জামায়াতের সেক্রেটারি রজব আলী, রাণীশংকৈল প্রেসক্লাব আহবায়ক ছবি কান্তদেব, ছাত্র প্রতিনিধি   তারেক,আদিবাসী নেতা শিংরাই স্বরেন মানিক, সনাতনধর্মালম্বী স্বপ্না রাণী প্রমুখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *