তরুণ প্রজন্মকে খেলাধুলার উপর বেশি গুরুত্ব দিতে হবে ইউএনও রকিবুল হাসান

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ জিয়াউর রহমান

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শিক্ষা অফিসের উদ্দ্যেগে (২৯ডিসেম্বর) রবিবার হেলিপ্যাড মাঠে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনূষ্ঠানে উপজেলা নির্বাহি কর্মকর্তা রকিবুল হাসান বলেন, ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরণের খেলাধুলা প্রসারে সমান গুরুত্ব দিতে হবে। সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারিরিক পরিশ্রমের কোন বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার উপর বেশি গুরুত্ব দিতে হবে। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দীন ও উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি রজব আলী,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ,প্রেসক্লাব আহবায়ক ছবিকান্ত দেব। অনুষ্ঠান সঞ্চালনায় উপজেলা সহকারি শিক্ষা অফিসার জাহিদ হোসেন, উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সীমান্ত বসাক,ইউ আর সি ইন্সট্রাক্টর হাবিবুর রহমান, সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক,মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আক্তারী, তরিকুল ইসলাম,সাদেকুল ইসলাম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *