নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার।এই প্রতিপাদ্য কে ধারণ করে বৃহস্পতিবার (২জানুয়ারি) সকাল ১০ টায় সমাজসেবা কার্যালয়ে আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি ওয়াকাথন র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে সমাজসেবা অফিসার আব্দুর রহিমের সভা প্রধানের মাধ্যমে ও কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। মুক্ত আড্ডায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার আব্দুর রহিম, অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ,পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী,উপজেলা জামায়েতের নায়েবি আমির মিজানুর রহমান, সেক্রেটারি রজব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, ষড়জ শিল্পি গোষ্ঠীর সভাপতি রেজাউল ইসলাম বাবু,কৃষক দলের সভাপতি মোশাররফ হোসেন, প্রেসক্লাব আহব্বায়ক ছবি কান্ত দেব, সভাপতি শফিকুল ইসলাম শিল্পি, বিভিন্ন এতিমখানার পক্ষে মুফতি আসলাম উদ্দীন,ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ, তারিন ফারুকি, সমাজ সেবা থেকে ভাতা ভোগী আকমাল আলী ও শিক্ষার্থী সংগীতা প্রমুখ। মুক্ত আড্ডায় সমাজসেবা অফিসার আব্দুর রহিম বলেন,আপনারা আমাদের অফিসে আসেন আমরা বিভিন্ন সমস্যায় অসুস্থ রোগীদের জন্য বরাদ্দ নিয়ে বসে থাকি কিন্তু আপনারা কোন খবর নেন না আমাদের অফিসে এসে।আমরা চাই আপনাদের সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিবো ইনশাআল্লাহ।
এবারে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে তিন জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।এর মধ্যে দাপ্তরিক কার্যক্রম সম্পাদনে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক অর্জন করেন ইউনিয়ন সমাজকর্মী মানিক লিটন, শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংস্থার সম্মাননা পান ষড়জ শিল্পি গোষ্ঠী, ও শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মীর সম্মাননা পান প্রদীপ কুমার পাল।