হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে গলায় ফাঁস দিয়ে সিগেন রায় (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।
সিগেন রায় হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও (জিগা) গ্রামে মৃত বাউরি রায়ের ছেলে।
বৃহস্পতিবার (১৪আগষ্ট) সকালে বাড়ির আঙ্গিনায় থাকা গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করার ঘটনা ঘটে।
হরিপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া মন্ডল আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সাহাজান সরকার বলেন সিগেন রায় দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। তার তিন কন্যা সন্তান রয়েছে। অসুস্থার জন্য নিজের চিকিৎসার খরচ চালানো ও পরিবারের ভরণ-পোষন করতে অনেক কষ্ট হচ্ছিল। এই নিয়ে পরিবারে অশান্তি তৈরি হয়। এতে সে মানসিকভাবে ভেঙ্গে পড়েন। মানষিকভাবে বিপর্যয়ের কারণে তিনি আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।