জুলাই–আগস্টের গণহত্যা: ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই–আগস্ট গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। 

এর আগে তাঁদের গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। 

বাকি আসামিদের মধ্যে রয়েছেন—ডিএমপির উপকমিশনার ইকবাল হোসেন, অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার, ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ, সাবেক অতিরিক্ত আইজিপি (এসবি) মনিরুল ইসলাম ও র‍্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুন অর রশিদ প্রমুখ। 

 ১৭ জনকে গ্রেপ্তার করে আগামী ২০ নভেম্বর আদালতে হাজির করতে বলা হয়েছে।

এদিকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার থাকা আরও ১৪ জনকে আগামী ১৮ নভেম্বর হাজির করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তাঁরা হলেন—সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডা. দিপু মনি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) হাসানুল হক ইনু, সাবেক জুনায়েদ আহমেদ পলক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গাজী গোলাম দস্তগীর, তৌফিকই ইলাহী চৌধুরীও সালমান এফ রহমান। 

এর আগে জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *