ঠাকুরগাঁওয়ে ইএসডিও-আরএমটিপি প্রকল্পের আওতায় সনদ বিতরন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ইফাদ এবং পিকেএসএফ এর অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কতৃক পরিচালিত আরএমটিপি -নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ‍্যের বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় ১৮ টি সংস্থার পিএম এবং মনিটরিং অফিসারদের নিয়ে গত ২৬-৩০ অক্টোবর পর্যন্ত ৫ দিন ব‍্যাপী মনিটরিং এন্ড ইভালুয়েশন বিষয়ে আবাসিক প্রশিক্ষন ইএসডিও প্রধান কার্যালয়ে মেধা অনুশীলন কেন্দ্রে শুরু হয়। প্রশিক্ষনের শেষে ৩০ অক্টোবর ২৪ ইং তারিখে ইএসডিও প্রধান কার্যালয়ে মেধা অনুশীলন কেন্দ্রে সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ প্রদান করেন ইওসডিও’র নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ জামান, এনডিসি, পিকেএসএফ আর এম টি পি প্রকল্পের ভ‍্যালু চেইন প্রজেক্ট ম‍্যানেজার জনাব এরফান আলী, মো:আনিছুর রহমান এম এন্ড ই অফিসার আর এম টি পি, পিকেএসএফ ইএসডিও’র আর এম টি পি প্রকল্পের ফোকাল পার্সন ও হেড অব ইনক্লুসিভ মাইক্রোফাইন‍্যান্স মো:আইনুল হক। সমাপনী অনুষ্ঠানের সনদ বিতরন এ সময় সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন আরএমটিপি’র প্রকল্প ব‍্যাবস্থাপক ডা:বাবুল চন্দ্র বর্মন। ইওসডিও’র নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ জামান, এনডিসি প্রশিক্ষনার্থীদের উদ্দেশে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও পণ‍্যের গুনগতমান ঠিক রেখে পরিচালনা করার জন‍্য দিক নির্দেশনামুলক পরামর্শ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *